একোয়াপনিক্স পদ্ধতিতে যেসকল সবজি চাষ করা যায়

আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের সবজি এবং ফলমোল প্রয়োজন হয়ে থাকে। প্রায় সব ধরনের সবজি এবং ফল একোয়াপনিক্স পদ্ধতিতে চাষ করা যায়। যেমনঃ টমেটো, ঝিঙ্গা, পুইশাক, কলমিশাক, ডাটা, দুন্ধুল, পটল, লাউ, কুমড়া, ঢেঁড়স, শসা, সীম, কপি, আঙ্গুর, কমলা, ডালিম, আম, পেয়ারা আরো নানা প্রকার ফল।

মূলত বড় প্রজাতির উদ্ধিব ছাড়া সবকিছুই এ পদ্ধতিতে ভাল ফলন দিয়ে থাকে। এছাড়া এ পদ্ধতিতে চাষ করলে কোনো প্রকার কীটনাশক দেয়া লাগে না এবং পোকামাকর দ্বারা গাছ আক্রান্ত হয় না যার ফলে সতেজ শাকসবজি পাওয়া যায়।

Post a Comment

0 Comments