একোয়াপনিক্স পদ্ধতিতে সবজি এবং মাছ চাষ

 মাটি ছাড়া সবজি চাষ এবং মাছ চাষ



বর্তমান বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির জন্য মানুষের চাষের জমির পরিমাণ অনেক কমে যাচ্ছে। এছাড়াও মানুষের শহরমুখী হয়ে উঠার কারণেও গাছপালা কমে যাচ্ছে এবং কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। শহরে থাকার কারণে মানুষ কৃষিকাজ থেকে দূরে চলে যাচ্ছে যার ফলে সারাবিশ্বে দেখা দিচ্ছে খাদ্য সংকট এবং খাদ্যের দাম চরম সীমা অতিক্রম করে যাচ্ছে।

এই সমস্যা থেকে মুক্তির জন্য আমাদের সকলের প্রয়োজন খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। তার জন্য একোয়াপনিক্স পদ্ধতি হল সবচেয়ে উত্তম এবং যোগ উপযোগী।


এই পদ্ধতির মাধ্যমে মাটি এবং পোকুর ছাড়াই মাছ এবং সবজি একসাথে ক্যাশ করা যায় খুবই অল্প জায়গায় মধ্যে। ঘরের ছাদে অথবা বারান্দায় যে কেও এই পদ্ধতিতে চাষ করতে পারবেন।

একটি ড্রামের অর্ধেক অংশে ইটের খোয়া দিয়ে এবং বাকি অর্ধেক ড্রামে পানি দিয়ে তাতে মাছ ছেড়ে দিন। মাছের পানি ইটের খোয়াযুক্ত ড্রামে দেয়ার জন্য একটি মটরের ব্যবহার করুন এবং ইটের খোয়ার মধ্যে গাছ রোপণ করুন। মাছের এমনিয়াযুক্ত পানি থেকে গাছ খাদ্য তৈরিকরবে এবং পানি পরিশোধিত হয়ে আবার টা মাছের ট্যাংকে ফেরত আসবে।

এই পদ্ধতিতে আমরা সকলেই নিজের প্রয়োজনীয় খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারব।

Post a Comment

0 Comments